বরিশালের এতিম শিশুদের ঈদ-উৎসবÕর জন্য জেলা প্রশাসকের হাতে অর্থ প্রদান করলেন আভাস

সিটি নিউজ ডেস্ক:; বছর ঘুরে আসছে মুসলিম জাহানের দ্বিতীয় সর্ববৃহৎ উৎসব ঈদ-উল-আযহার ঈদ। করোনা কালিন সময়ে ঈদের খুশি ভাগাভাগি করতে বরিশালের শিশু পরিবার এর এতিম শিশুদের জন্য কোরবানির পশু কেনার জন্য অর্থ জেলা প্রশাসক এর হাতে তুলি দিলেন আভাসের পরিচালক। ১৯ জুলাই রবিবার বিকাল ৫ টার দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় তার অফিস কক্ষে জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর হাতে ৩০ হাজার টাকা তুলে দেন আভাসের পরিচালক রহিমা সুলতানা কাজল।

এসময় উপস্থিত ছিলেন প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, আভাসের পরিচালক এর মেয়ের জামাই মোঃ জহুরুল হাসান সোহেলসহ আরো অনেকে। এর আগে একই বছর ঈদ-উল-ফিতরে তাদের ঈদের কেনাকাটার ৫০ হাজার টাকা জেলা প্রশাসনের ত্রাণ তহবিলের করোনা কাজে ব্যবহার করা জন্য তুলে দেন।

এসময় জেলা প্রশাসক বরিশাল বলেন, বরিশালের মানুষ যেভাবে মানবিকতার পরিচয় দিচ্ছে তার আমাদের অনেকের জন্য অনুকরণীয়। সরকারের পাশাপাশি এভাবে সবাই এগিয়ে আসলে শিশু পরিবারে এতিম শিশুদের মুখে হাসি ফুটে উঠবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin