সিটি নিউজ ডেস্ক:: শ্রীশ্রী লোকনাথ বাবার আবির্ভাব দিবস উপলক্ষে বরিশালের বানারীপাড়া বাইশহারী লোকনাথ বাবার মন্দিরের উদ্বোধণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে মন্দিরটি উদ্বোধণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি ভানুলাল দে।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল মহানগরের সাধারন সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি সুরঞ্জিত দত্ত লিটু।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল মহানগরের সভাপতি নারায়ন চন্দ্র দে নারু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের বরিশাল এডি দেবাশীষ দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বরিশাল মহানগরের সাধারন সম্পাদক জয়ন্ত কুমার দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশালের যুগ্ম সম্পাদক অপূর্ব দাস অপু, সাংগঠনিক সম্পাদক স্বপন কর, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ বরিশাল মহানগরের সাধারন সম্পাদক রনজিৎ সেন গুপ্ত, শ্রীগুরু সংঘের ভক্ত কর্মকার, বরিশাল অগ্রগামী যুব সংঘের রাজীব সাহা প্রমূখ ।