বরিশাল বিভাগে নতুন শনাক্ত-২৪, সুস্থ-৭৬ জন

সিটি নিউজ ডেস্ক:: বরিশাল বিভাগের ছয় জেলায় এ পর্যন্ত মোট সাত হাজার ৯২১ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সুস্থ হয়েছেন ছয় হাজার ৫০১ জন। মৃত্যু হয়েছে ১৬৬ জনের। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আর গেল ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় ৭৬ জন রোগী সুস্থ হয়েছেন।

এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ৩৪ হাজার ৬৮৬ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। যারমধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ২৬ হাজার ৯৪৬ জনকে। এরমধ্যে ২৪ হাজার ৯৬৬ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে ৭ হাজার ৭৪০ জন রয়েছেন।

এ পর্যন্ত ৬ হাজার ৬৯০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা পাওয়া রোগীর সংখ্যা ২ হাজার ৮০৭ জন। এরইমধ্যে ২ হাজার ৩৩৯ জনকে ছাড়পত্রও দেওয়া হয়েছে। এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ৩ হাজার ৩০৩ জন, পটুয়াখালীতে ১ হাজার ৩৫১ জন, ভোলায় ৬৯২ জন, পিরোজপুরে ১ হাজার ১৯ জন, বরগুনায় ৮৮২ জন ও ঝালকাঠিতে ৬৭৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

যারমধ্যে গোটা বিভাগে ৬ হাজার ৫০১ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া মৃত্যু হওয়া করোনা পজিটিভ ১৬৬ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ৬৬জন, পটুয়াখালীতে ৩৭ জন, ঝালকাঠিতে ১৬ জন, বরগুনায় ১৯ জন, পিরোজপুরে ২২ জন ও ভোলায় ৬ জন রয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin