সিটি নিউজ ডেস্ক:: এক নারীকে অপহরণের অভিযোগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৪–এ মামলাটি করেন ওই নারী।
এ তথ্য নিশ্চিত করেছেন ওই নারীর আইনজীবী জাকির হোসেন হাওলাদার। তিনি বলেন, মামলায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান, একই থানার পরিদর্শক শাহাদাত হোসেন, থানার সাবেক পরিদর্শক আশিকুজ্জামান, কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেনসহ সাতজনকে আসামি করা হয়েছে।বিজ্ঞাপন
মামলায় বলা হয়, গত ৩০ জুন ওই নারী গণধর্ষণের শিকার হন। এ ঘটনায় তিনি থানায় মামলা করেন। মামলা করার পর আসামি গ্রেপ্তার করছিল না পুলিশ। উল্টো মামলা তুলে নিতে তাঁকে হুমকি দেওয়া হয়। গত ২১ জুলাই তাঁকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইমদাদ হোসেন রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওসিসহ তিনজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে একজন নারী মামলা করেছেন বলে জানতে পেরেছেন। ওই নারী এর আগে থানায় একটি গণধর্ষণ মামলা করেন। সেই মামলায় তিনি মেডিকেল পরীক্ষা করাতে রাজি হননি।





