সিটি নিউজ ডেস্ক:: গাইবান্ধার সাঘাটা উপজেলার কৃষক হাসমত আলীর গাভী ৫ পা বিশিষ্ট একটি বাছুর জন্ম দিয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভরতখালী ইউনিয়নের পশ্চিম গটিয়া গ্রামের ওই গাভীর মালিক হাসমত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে বাছুরটির জন্ম হয়। কিন্তু স্বাভাবিকভাবে মলমূত্র ত্যাগ করতে না পারায় ধীরে ধীরে বাছুরটির পেট ফুলে যাচ্ছে। তবে মা গাভীটি সুস্থ রয়েছে। মা গাভীর দুধ ফিডারের মাধ্যমে বাছুরটিকে খাওয়ানো হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় পশু চিকিৎসক জাহাঙ্গীর আলম জানান, বাছুরটির চিকিৎসায় প্রাণিসম্পদ বিভাগের সার্জনদের পরামর্শ নেয়া দরকার।