মিন্নিসহ সব আসামিকে কারাগারে প্রেরণ

সিটি নিউজ ডেস্ক:: বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্ত বয়স্ক ১০ আসামির রায় ঘোষণা করা হয়েছে। রায়ে রিফাতের স্ত্রী মিন্নিসহ ৬ জনের ফাঁসির আদেশ দেওয়া হয়। এছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বুধবার বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান ৩০০ পৃষ্ঠার এ রায় ঘোষণা করেন। এ মামলায় খালাস পেয়েছেন চারজন।

রায়ের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ২টা ৫০ মিনিটে মিন্নিকে আদালত থেকে ডিবির একটি কালো মাইক্রোবাসে কারাগারে নিয়ে যাওয়া হয়। এর ১০ মিনিট পর ফাঁসির সব আসামিদের পুলিশের প্রিজন ভ্যানে কারাগারে নেওয়া হয়। এসময় অন্য একটি গাড়িতে খালাসপ্রাপ্তদের কারাগারে নিয়ে যাওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে খালাসপ্রাপ্তদের জামিনে মুক্ত করা হবে।এদিকে, রায়কে প্রত্যাখ্যান করে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন বলেন, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, তবে রায়টি হয়েছে প্রহসনমূলক।আমার মেয়েকে প্রভাবশালী মহলের চাপে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আমরা উচ্চ আদালতে যাব এবং সেখানে মিন্নি খালাস হবে বলে আশা করছি।

বিডি-প্রতিদিন/শফিক

Share on facebook
Share on twitter
Share on linkedin