রসিক এলাকায় ১ লাখ ২৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

সিটি নিউজ ডেস্ক:; রংপুর সিটি কর্পোরেশন এলাকায় আগামী ৪ অক্টোবর ১ লাখ ২৬ হাজার ৭২৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার সকালে রসিক সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু এসব তথ্য জানিয়েছেন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত শিশুকে ১৯ হাজার ৪৮৩ জনকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৭ হাজার ২৪৬ জনকে লাল রংয়ের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডে ২৬৫ টি কেন্দ্রের মাধ্যমে ৬৬ টি জন প্রথম সারির, ৭ জন দ্বিতীয় সারির, ৪ জন তৃতীয় সারির সুপারভাইজার ও ৬২৯ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কাজে নিয়োজিত থাকবেন। করোনা ও পরিস্থিতি চলমান থাকায় সকলকে মাস্ক পরিধান ও সামাজিক দুরুত্ব বজায় রাখতে আহ্বান জানানো হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মিঞা, সচিব রাশেদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান এবনে তাজসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin