সিটি নিউজ ডেস্ক:: দক্ষিনবাংলার রাজনৈতিক অভিভাবক, বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সভাপতি, সাবেক চিফ হুইপ, জননেতা (মন্ত্রী) আবুল হাসনাত আবদুল্লাহ এমপি’র দ্রুত রোগ মুক্তি কামনায়, বরিশাল ধর্ম রক্ষিনী সভা গৃহে পূজা ও প্রার্থনা করা হয়। আজ (৩০)সেপ্টেম্বর বুধবার সন্ধায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ বরিশাল জেলা ও মহানগর কমিটির উদ্যোগে বিশেষ পুজা- প্রার্থনা।

প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন মহানগর পুজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র দে নারু,হিন্দু ধর্ম ট্রাস্টি বোর্ড এর সদস্য ভানু লাল দে, ট্রাস্টি বোর্ড এর সদস্য সুরঞ্জিত দত্ত লিটু, কাউন্সিলর গায়েত্রী সরকার পাখি,মহাশ্মশান রক্ষা সমিতির সম্পাদক তমাল মালাকার, সঞ্জয় দাস, হিরন কুমার দাস মিঠু, স্বপন কুমার কর, রনজিৎ কুমার সেন গুপ্ত, চন্দন দাস প্রমুখ।
অপর দিকে এক বিবৃতিতে বরিশাল জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে ও সাধারন সম্পাদক মানিক মুখার্জি কুডু সাবেক চিফ হুইপ, জননেতা (মন্ত্রী) আবুল হাসনাত আবদুল্লাহ এমপি’র রোগ মুক্তি কামনায় দেশবাশীর কাছে প্রার্থনার অনুরোধ জানিয়েছেন।





