সিটি নিউজ ডেস্ক:: সংসদ সদস্য, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত এর আয়োজন করেন বরিশাল জেলা প্রশাসন । আজ (৩০) সেপ্টেম্বর বুধবার বাদ যোহর বরিশাল কালেক্টরেট জামে মসজিদে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান, উপপরিচালক স্থানীয় সরকার মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল মোঃ রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেলসহ কর্মকর্তা কর্মচারীরা।গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি।

তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালটির আইসিইউতে চিকিৎসা জন্য নেওয়া হয়। তিনি বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। এদিকে, তার রোগমুক্তি কামনা করে বরিশাল জেলার সকল উপজেলায় বিশেষ দেয়া মোনাজাত এর আয়োজনে করেছে জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।





