সিটি নিউজ ডেস্ক:: বেকার এন্ড প্রাইভেট সার্ভিস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলায় কমিটি ঘোষণা করা হয়। ৪ নভেম্বর বুধবার বেকার এন্ড প্রাইভেট সার্ভিস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম এবং মহাসচিব মোঃ সিরাজুল ইসলামের একটি স্বাক্ষরিত অ্যাসোসিয়েশনের অফিসিয়াল প্যাড এ কমিটি ঘোষণা করা হয়। আহবায়ক রনি বাইন রাহুল এবং সদস্য সচিব সজল রায় কে ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে উল্লেখযোগ্য যারা রয়েছেন যুগ্ম আহ্বায়ক শেখর মন্ডল, যুগ্ম আহ্বায়ক সুমন রায়, যুগ্ম আহ্বায়ক জয় ঘরামি, সদস্যঃ অনীক মন্ডল, সঞ্জীব মজুমদার, তাপস ওঝা, ফারিয়া নুসরাত তন্নি, পাখি গাইন।
রনি বাইন রাহুল সাবেক সাংগঠন সম্পাদক বরিশাল জেলা বিপিএস এমটিএ দায়িত্বরত ছিলেন,ছাত্র জীবনে পেশার জন্য সব সময় পরিচিত মুখ হিসেবে কাজ করে গেছেন। সজল রায় ছাত্রজীবন থেকে ছাত্রলীগের সাথে সংযুক্ত ছিলেন। পরে রেডিওলজি এন্ড ইমেজিং অনুষদের বরিশাল আইএইচটি ডিপার্টমেন্টের সভাপতির(২০১৭-১৮) দায়িত্ব পালন করেন এবং বরিশাল আই এইচ টি এর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক(২০১৭-১৮) হিসেবে দায়িত্ব পালন করেন। বেকার এন্ড প্রাইভেট সার্ভিস মেডিকেল টেকনোলজিস্ট প্রেস সেক্রেটারি রিপন সরকার পল্লব জানান বিপিএস এমটিএ মেডিকেল টেকনোলজিস্ট পেশার কাজ করে যাচ্ছে।সব সময় পেশার কাজ করে যাবে আগামী তে ২০০০০ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের জন্য কাজ করছে।
তার লক্ষ্যে ৬৪ জেলায় সংগঠন গতিশীল করতে পিরোজপুর দক্ষতা দেখে আহবায়ক কমিটি দেওয়া হইছে। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় কাছে জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন বেকার অ্যান্ড সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম এবং মহাসচিব মোঃ সিরাজুল ইসলাম। নবযুক্ত সদস্য সচিব সজল রায় বলেন; ছাত্র রাজনীতির শুরু থেকেই পেশার জন্য কাজ করার খুব ইচ্ছা এবং সক্রিয় মনে সব সময় ছিলাম। আর বেকার সংগঠন সব সময় জাতিকে নিয়ে ভাবে, কাজ করে। শুরু থেকে বেকারের সাথে ছিলাম আর সেই চিন্তা ভাবনা নিয়েই কাজ করে যাচ্ছি। শুধু পিরোজপুরে না আমরা চাই স্বাস্থ্যখাতে প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করনে রোগ নির্ণয় এর জন্য মেডিকেল টেকনোলজিস্ট দের ভূমিকা এবং প্রয়োজনীয়তায় সারা বাংলাদেশে আমরা কাজ করে যাব।রনি বাইন রাহুল তিনি বলেন আমরা পিরোজপুর জেলায় মেডিকেল টেকনোলজিস্ট যারা আছি তারা সবাই একত্রে পেশার বেসরকারি মানউন্নয়নে নীতিমালা বিষয়ে কাজ করে যাব।