যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হলেন বরিশালের সন্তান ব্যারিস্টার আরাফাত

সিটি নিউজ ডেস্ক::

বরিশাল নগরীর কৃতি সন্তান ও স্বনামধন্য ব্যারিস্টার আরাফাত হোসেন খানকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশালের নাগরিকরা।

ব্যারিস্টার আরাফাত হোসেন খান পিতা মুক্তিযোদ্ধা খান আলতাফ হোসেন (ভূলু) বরিশাল জেলা পরিষদের প্রাক্তন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ছিলেন। ব্যারিস্টার আরাফাত হোসেন খান -ব্যক্তিগত পরিচয়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তিনি সিনিয়র প্রভাষক, আইন বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

তিনি ২০১৩ সাল থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম- সম্পাদক। তিনি ১১তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপকমিটির সদস্য হিসাবেও কাজ করেছেন। এছাড়াও ব্যারিস্টার আরাফাতের রয়েছে বহু রাজনৈতিক ও সামাজিক পরিচয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin