বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

সিটি নিউজ ডেস্ক:: ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। 

এর আগে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টা থেকে ঘন কুয়াশার কারণে সব ফেরি চলাচল বন্ধ ছিল। ভোরের দিকে কুয়াশা কমতে থাকলে ফেরি চলাচল শুরু করে। জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে প্রচুর কুয়াশা পড়ায় পদ্মার দিকনির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশা কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু করে। বর্তমানে এ নৌরুটে তিনটি রোরো ফেরিসহ মোট ১২টি ফেরি চলাচল করছে। ঘন কুয়াশার কারণে নৌযান চলাচল ব্যাহত হওয়ায় ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা বেড়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু করে।

Share on facebook
Share on twitter
Share on linkedin