City News Desk: ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনসহ এ আইনের ‘অপব্যবহার’র বন্ধের দাবিতে রাজধানীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী যুব আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনটির সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন, ‘আমরা গভীরভাবে লক্ষ্য করেছি, এই আইনের মাধ্যমে নিরপরাধ মানুষদের নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। যেখানে জনগণের অধিকার ক্ষুণ্ণ করা হয়, যেখানে গণমানুষের মৌলিক অধিকার ছিন্ন হয় সেখানেই ইসলাম কথা বলবে। কাজেই আমাদের কথা বলা চলবেই যতক্ষণ পর্যন্ত জনগণ তার অধিকার ফিরে পাবে না।’
ডিজিটাল নিরাপত্তা আইনে শুরুর দিকে ইসলামী যুব আন্দোলন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি দাবি করে তিনি বলেন, ‘আমাদের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছিল। আজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাংবাদিক ও সমাজের সচেতন নাগরিকদের এই আইন কণ্ঠরোধ করে দিচ্ছে। এভাবে আর কণ্ঠরোধ করে জনগণের অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। তাই ডিজিটাল নিরাপত্তা আইন যদি বাংলাদেশে রাখতেই হয় তাহলে সংশোধন করতে হবে। একইসঙ্গে এই আইনে কোনো নিরপরাধ মানুষকে কখনই গ্রেফতার করা যাবে না এবং যারা দেশের বন্ধু, সুনাগরিক ও সাংবাদিক তারা যেনো অপদস্থ না হয় সেটা নিশ্চিত করতে হবে।’