ঢাকাগামী বাসের চাকা পাংচার হয়ে গাছে ধাক্কা: ১০ যাত্রী আহত

সিটি নিউজ ডেস্ক: পটুয়াখালীর দুমকি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১০ বাসযাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার (০৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লালখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীরা জানান, দশমিনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেপারী পরিবহনের বাসটি (ঢাকা-মেট্রো-ব-১৫-১৩৪৭) দুমকি-বরিশাল সড়কের লালখা ব্রিজ এলাকায় গেলে বিকট শব্দে সামনের চাকা পাংচার হয়।

এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি রেইনট্রিগাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এতে ১০ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত আট যাত্রীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর বাসচালক ও তার সহকারী পলাতক রয়েছেন।

দুমকি থানা পুলিশের ওসি মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

Share on facebook
Share on twitter
Share on linkedin