করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ’র উদ্বোধন করলো বিএমপি

সিটি নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উদ্যোগে অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল পুলিশ লাইন্সের মাঠে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান।

তিনি বলেন, নগরীতে করোনার সংক্রমণ ভয়াবহভাবে বাড়ছে। বিএমপি আওতাধীন এলাকায় অসংখ্য করোনা রোগী বাসায় চিকিৎসা নিচ্ছেন।

শ্বাসকষ্ট দেখা দেওয়া রোগীদের জরুরীভাবে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিতে অক্সিজেন সেবা কার্যক্রম চালু করা হয়েছে।

এই সেবা পেতে বিএমপি-এর হটলাইন ও ফেসবুক পেইজসহ যেকোন পুলিশকর্তার নম্বরে যোগাযোগ করলেই হবে। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতে হবে।

তিনি আরো বলেন, নিয়ম মেনে মাস্ক পরা ও অহেতুক ঘোরাঘুরি না করে স্বাস্থ্যবিধি অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। প্রত্যেক নাগরিকের দায়িত্বশীল ভূমিকা ছাড়া এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব না।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিমসহ বিএমপি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin