অক্সিজেন ট্যাঙ্ক লিক হয়ে ভারতে ২২ করোনা রোগীর মৃত্যু

সিটি নিউজ ডেস্ক: অক্সিজেন ট্যাঙ্কে লিক হয়ে ২২ জন করোনা রোগীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে। বুধবার রাজ্যের নাসিকের জাকির হোসেন হাসপাতালে এ ঘটনা ঘটে।

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বুধবার নাসিকে জাকির হোসেন হাসপাতালের ট্যাঙ্কারে অক্সিজেনের ভরার সময় একটি ট্যাঙ্কে লিক ধরা পড়ে। সেই অক্সিজেনের লিকের ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে চারিদিকে সাদা ধোঁয়ায় ঢেকে থাকতে দেখা যায়।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, করোনা আক্রান্তদের জন্য সেই হাসপাতাল চালাচ্ছিল নাসিক পৌররসভা। যে হাসপাতালে ১৫০ জন রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে ২৩ জন ভেন্টিলেটরে ছিলেন।
হাসপাতাল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মৃত রোগীদের মধ্যে ১০ জন ঘটনার সময় ভেন্টিলেশনে ছিলেন।

সংবাদ সংস্থা এএনআই মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপীকে উদ্ধৃত করে জানিয়েছে, অক্সিজেনে ঘাটতির কারণেই ভেন্টিলেশনে থাকা রোগীদের মৃত্যু হয়েছে বলে অনুমান।

নাসিকের পুরনিগমের কমিশনার কৈলাস যাদবও জানিয়েছে, হাসপাতালে অক্সিজেন লিকের কারণ প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল অক্সিজেন সরবরাহ। সে জন্যই ভেন্টিলেশনে থাকা রোগীদের মৃত্যু হতে পারে বলে জানান কৈলাস যাদব।

Share on facebook
Share on twitter
Share on linkedin