মেট্রোরেলের প্রথম ট্রেন এখন ঢাকায়

সিটি নিউজ ডেস্ক: মেট্রোরেলের প্রথম মেট্রো ট্রেনসেট বা বগি ঢাকায় এসে পৌঁছেছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (মেট্রোরেল) ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব এম এ এন ছিদ্দিক।

বুধবার (২১ এপ্রিল) বিকাল ৫টায় এগুলো ঢাকায় পৌঁছায় বলে জানান তিনি।

তিনি বলেন, ‘মেট্রোরেলের বগি বিকাল ৫টায় ঢাকায় চলে এসেছে।’

এর আগে আজ দুপুর ১২টার দিকে সরকারের সংশ্লিষ্ট ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ফেসবুক পেজে বলা হয়েছে, ‘কঠোর লকডাউন পরিস্থিতিতেও স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজ দিন-রাত অব্যাহত আছে। আজ ২১ এপ্রিল অপরাহ্নে প্রথম মেট্রো ট্রেনসেট বহনকারী দু’টি বার্জ ঢাকার তুরাগ নদীর তীরে উত্তরাস্থ ডিপো সংলগ্ন এলাকায় নবনির্মিত ডিএমটিসিএল জেটিতে এসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।’

১৭ এপ্রিল ডিএমটিসিএল বলেছিল, ‘মোংলা সমুদ্র বন্দরে শুল্ক ও ভ্যাট সম্পর্কিত কার্যাবলি সম্পন্ন করে প্রথম মেট্রো ট্রেনসেট বহনকারী দু’টি বার্জ ঢাকার তুরাগ নদীর তীরে উত্তরা ডিপো সংলগ্ন এলাকায় নবনির্মিত ডিএমটিসিএল জেটির উদ্দেশ্যে ১৬ এপ্রিল যাত্রা শুরু করেছে। বাংলাদেশের প্রথম মেট্রো ট্রেন সেট বহনকারী বার্জ দুইটি নদীপথে আগামী ২৩ এপ্রিল ২০২১ তারিখ উত্তরা পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। আজ চাঁদপুর অতিক্রম করেছে।’

Share on facebook
Share on twitter
Share on linkedin