বাবার মরদেহ গাড়ির ছাদে বেঁধে শ্মশানে নিয়ে গেল ছেলে!

সিটি নিউজ ডেস্ক: মহামারী করোনাভাইরাসে বেসামাল গোটা ভারত। বিশ্বের সব রেকর্ড ভেঙে প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত ও হাজারও মানুষ মারা যাচ্ছে দেশটিতে। করোনা ভয়াবহ এই পরিস্থিতিতে দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করেও শ্মশানে ফুরোচ্ছে না লাশের সারি। উপায়ন্তর না দেখে জ্বালানো হচ্ছে গণচিতা।

এদিকে, হাজার চেষ্টা করেও অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। তাই গাড়ির ছাদে বাবার দেহ অন্ত্যেষ্টির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি।সোমবার ভারতের উত্তর প্রদেশের আগ্রায় এ ঘটনা ঘটেছে। 

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, একটি লাল গাড়ির ছাদে সাদা চাদরে মোড়া একটি দেহ। এটি আগ্রার মোহিত নামের এক ব্যক্তির বাবার মরদেহ, যিনি সম্প্রতি করোনায় মারা গেছেন। কিন্তু শেষকৃত্যের জন্য মরদেহ নিয়ে যাওয়ার কোনো গাড়ি পাওয়া যায়নি। অবশেষে নিজেদের গাড়ির ছাদে বাবার দেহ বেঁধে নিয়ে যান শেষকৃত্যের জন্য।

এদিকে, উত্তর প্রদেশে শেষকৃত্যের জন্য শ্মশানের বাইরে দীর্ঘ সারি। টিকিট কেটে অপেক্ষা করতে হচ্ছে স্বজনদের।

প্রসঙ্গত, ভারতে গত ২৪ ঘণ্টায় আরও তিন লাখ ৫৪ হাজার ৫৩১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছে দুই হাজার ৮০৬ জন।

Share on facebook
Share on twitter
Share on linkedin