ফেরিঘাটে বিজিবি মোতায়েন

সিটি নিউজ ডেস্ক: ফেরিঘাটে ঘরমুখো মানুষের ঢল ও পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের বড় দুই ফেরিঘাটে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আজ শনিবার দিকে মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে বিজিবি মোতায়েন করা হয়। মুন্সিগঞ্জে শিমুলিয়া ঘাট ও মানিকগঞ্জে পাটুরিয়া ঘাট অবস্থিত।

বিজিবির পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান আজ রাতে বলেন, আজ বিকেল থেকে মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে।

দুই ফেরিঘাটে দক্ষিণাঞ্চলগামী মানুষের ব্যাপক ভিড় ছিল আজ। ফেরি বন্ধ করা হলেও মানুষের অত্যাধিক চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে সেখানকার দায়িত্বরত সংস্থাগুলোর পক্ষে।

এদিকে ঘাটে বিজিব কাজ শুরু করেছে কি না জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর–লৌহজং সার্কেল) আসাদুজ্জামান বলেন, বিজিবি রোববার সকাল থেকে বেসামরিক প্রশাসনের সঙ্গে কাজ শুরু করার কথা।

Share on facebook
Share on twitter
Share on linkedin