মীর আমজাদ হোসেনের পাশে বরিশাল ওয়াকার্স পার্টি

সিটি নি‍উজ ডস্ক: বরিশালে এক সময়ে যার মাইক ছাড়া কোন রাজনৈতিক দলের প্রচার-প্রচারনা সহ কোন কর্মকান্ডই পরিচালিত হত না। নগরবাসীর কাছে অতি পরিচিত মুখ মীর আমজাদ হোসেন (মাইক আমজাদ) বহু বছর যাবত নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় পড়ে থাকার সংবাদ পেয়ে বরিশাল জেলা ওয়াকার্স পার্টির নেতৃবৃন্দ আমজাদ হোসেনকে দেখতে গিয়ে তাকে আর্থিক সাহায্য প্রদান করেন।

বাংলাদেশের ওয়াকার্স পার্টি বরিশাল জেলা কমিটির উদ্যোগে নগরের মাইক ব্যবসায়ী কমার্শিয়াল মাইকের স্বত্বাধিকারী অসুস্থ মীর আমজাদ হোসেনকে শনিবার (৮ মে) সকাল ১১ টায় তার কাউনিয়াস্থ বাসভবনে সাক্ষাৎ করে ওয়াকার্স পার্টির নেতৃবৃন্দ আর্থিক অনুদান পৌঁছে দেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা সভাপতি কমরেড নজরুল হক নীলু, জেলা নেতা কমরেড জাকির হোসেন,কাজী এনায়েত হোসেন শিবলু,সাবেক ছাত্র নেতা শামিল শাহরোখ তমাল।

উল্লেখ্য, প্রগতিশীলদের আপনজন মীর আমজাদ হোসেন দীর্ঘদিন প্যারালাইসিস জনিত কারণে অসুস্থ থাকায় তার কমার্শিয়াল মাইক সার্ভিসের ব্যবসা বন্ধ হয়ে যায়। তারপর থেকেই তিনি চিকিৎসা ব্যায়ভার বহন করতে গিয়ে আর্থিক সংকটের মুখে পড়েন।

Share on facebook
Share on twitter
Share on linkedin