করোনায় আক্রান্ত নগরীর ১৫ নং ওয়ার্ড থেকে একাধিকবার নির্বাচিত সাবেক কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে এয়ার এ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকা নেয়া হয়। জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে কিছুদিন ধরে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিকেলে এয়ার এ্যাম্বুলেন্সযোগে ঢাকা নেয়া হয়েছে। এদিকে জেলালের বড় ভাই বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল জানান, ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন আছেন। তার রক্তে অক্সিজেনের পরিমান কমে গেছে। চিকিৎসকরা বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন। রিপোর্ট পেলে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিবেন। ভাইয়ের দ্রুত রোগ মুক্তির জন্য বরিশালবাসীর কাছে দোয়া চেয়েছেন মেয়াজ্জেম হোসেন আলাল।





