এমপিওভুক্ত হলেন বরিশালের ৮৯ শিক্ষক

সিটি নিউজ ডেস্ক: বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার এক হাজার ৩৩১ জন শিক্ষক নতুন করে এমপিও (মান্থলি মেমেন্ট অর্ডার) পেলেন। সোমবার (১৯ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) এমপিও সংক্রান্ত সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মাউশির পরিচালক (কলেজ) অধ্যাপক মোহাম্মদ শামছুল হুদা।

বৈঠক শেষে মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. আব্দুল মান্নান জানান, অনলাইন ও অফলাইনে আবেদন করা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) এক হাজার ৩৩১ জন শিক্ষক নতুন করে এমপিওভুক্তির সুযোগ পেলেন।

অনলাইনে আবেদন করা বরিশাল অঞ্চলের ৮৯, চট্টগ্রাম ৪০, কুমিল্লা ৩৩, ঢাকা ২৬৪, খুলনা ৯৩, ময়মনসিংহ ১৬২, রাজশাহী ১৫৫, রংপুর ১৭৪ ও সিলেট অঞ্চলের ৩৪ জন এবং অফলাইনে আবেদন করা ২৮৭ জন শিক্ষক এমপিওভুক্তির অনুমোদন পেলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin