আবারো বেড়েছে করোনা শনাক্তের সংখ্যা বরিশালে

সিটি নিউজ ডেস্ক ‍॥ করোনা ভাইরাসের সংক্রমণ দিনে দিনে আবারো বরিশালে ২৪ ঘণ্টার ব্যবধানে বেড়েছে করোনা শনাক্তের সংখ্যা। নতুন করে শনাক্ত হয়েছেন ৬৯ জন। ‍এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা ছিল ৫৬। নতুন শনাক্তদের নিয়ে বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ২৮০ জন।

কমেছে সুস্থতার হারও। নতুন করে সুস্থতা লাভ করেছেন ৩৪ জন যেখানে আগের ২৪ ঘণ্টায় ‍এই সংখ্যা ছিল ৩৬। বিভাগে মোট সুস্থতার সংখ্যা ‍এখন ১৪ হাজার ৫১১ জনে দাঁড়িয়েছে। রোববার (২০ জুন) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে ‍এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে বরিশালে নুতন করে করোনা শনাক্ত হয়েছে ১৮ জনের, বিপরীতে সুস্থতা লাভ করেছেন ২১ জন।

পটুয়াখালীতে নতুন শনাক্ত ৯, সুস্থ ৬ জন, ভোলায় শনাক্ত ৫, সুস্থ ৭ জন। এছাড়া পিরোজপুরে করোনা শনাক্ত হয়েছে ২৯ জনের, বরগুনায় ১ ‍এবং ঝালকাঠিতে ৭ জনের দেহে করোনা ভাইরাসের ‍উপস্থিতি পাওয়া গেছে। তবে পিরোজপুর, বরগুনা ‍এবং ঝালকাঠিতে নতুন করে কে‍উ সুস্থতা লাভ করেননি। প্রসংগত, বরিশালে ‍এখন পর্যন্ত ২৯৩ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin