নেপালে গেল প্রধানমন্ত্রীর উপহারের ১ টন আম

সিটি নিউজ ডেস্ক ‍॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার সামগ্রী হিসেবে নেপালে এক টন (১০০০ কেজি) আম পাঠানো হয়েছে। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর (ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মৌসুমি ফল আম পাঠানো হয়।সোমবার সন্ধ্যায় বাংলাবান্ধা-ভারতের ফুলবাড়ী বন্দর দিয়ে আমগুলো নিয়ে একটি পিকআপভ্যান নেপালের উদ্দেশে যাত্রা শুরু করে। 

এ সময় বাংলাবান্ধা স্থলবন্দরে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বেনজির আহম্মেদ, বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ওসি নজরুল ইসলাম, বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ, বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের পোর্ট ইন্সপেক্টর সারোয়ার হোসেন সাগর ও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তারা।

Share on facebook
Share on twitter
Share on linkedin