বরিশালে করোনা শনাক্তের হার ৫২.৫১ শতাংশ, একদিনে রেকর্ড শনাক্ত

সিটি নিউজ ডেস্ক ‍॥ বরিশালে করোনাভাইরাসের সংক্রমণে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে। মঙ্গলবারের আগের ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ সংখ্যক ৪৫৯ জন করোনা রোগী ভর্তি হয়েছে। এর আগের দিন সংক্রমিতের সংখ্যা ছিলো ৪৩৬ জন। আর সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৫৩২ জন। বরিশাল বিভাগে করোনা শনাক্তের হার ৫২ দশমিক ৫২ শতাংশে পৌঁছেছে।

এছাড়া একই সময়ে করোনার উপসর্গ নিয়ে সাত ও করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট ৩২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস । বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, বরিশাল জেলায় নতুন করে সর্বোচ্চ ১৭৮ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ জেলায় এখন পর্যন্ত আট হাজার ৫৩০ জন আক্রান্ত হয়েছেন।

পটুয়াখালী জেলায় নতুন ৩৬ জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৬১৯ জনে। ভোলা জেলায় নতুন করে ১৪ জন আক্রান্ত নিয়ে মোট দুই হাজার ১১৭ জন, পিরোজপুর জেলায় নতুন ৮৪ জন নিয়ে মোট দুই হাজার ৫৮৩ জন, বরগুনা জেলায় নতুন ৪৩ জন নিয়ে মোট আক্রান্ত এক হাজার ৫৭২ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১০৪ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ১১১ জন।

বিভাগে মোট আক্রান্ত ১৯ হাজার ৫৩২ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৯৪ জন। এছাড়া বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৭৪টি নমুনা পরীক্ষা করে ৪৫৯ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ৫২ দশমিক ৫২ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদিকে শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে।

করোনায় মারা যাওয়া পাঁচ জনের মধ্যে দুই জন শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। যা নিয়ে শুধু এ হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২১৮ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫৬১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালের আগের ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৫৪ জন ও করোনা ওয়ার্ডে তিনজন ভর্তি হয়েছেন।

করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২৩৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে ৪৬ জনের করোনা পজিটিভ এবং ১৯০ জন আইসোলেশনে রয়েছেন। শেবাচিমের আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৮ জনের করোনা পরীক্ষা করে ৭৩.৯৩ শতাংশ পজিটিভ পাওয়া গেছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin