সিটি নিউজ ডেস্ক: বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন বিসিসি ২৭ নং ওয়ার্ড ডেফুলিয়া সোনামিয়ার পোল বাজার সংলগ্ন “বাইতুল জান্নাত জামে মসজিদ” এর সামনে অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে মশিউর রহমান ওরফে অরিন বাবুর কাছ থেকে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটক মশিউর রহমান ওরফে (বাবু ) কোতোয়ালি মডেল থানাধীন মুসলিম গোরস্থান রোডস্হ “তাসিন ভিলা” নিবাসী মোঃ মোস্তাফিজুর রহমানের ছেলে।অভিযান পরিচালনা করেন, পুলিশ পরিদর্শক ফিরোজ আহমেদ এর নেতৃত্বে এসআই সৈয়দ খাইরুল আলমসহ সঙ্গীও অফিসারবৃন্দ। এ ঘটনায় আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।