সিটি নিউজ ডেস্ক ॥ বরিশালে স্থানীয় এক জনপ্রতিনিধির সরকারি চাল চুরি করে বিক্রি করে দিয়েছেন। পুলিশ বিক্রিত চালের কিছু অংশ উদ্ধার করেছে। চাল উদ্ধারের পর থেকে আত্মগোপনে আছেন বরিশাল সদর চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর গ্রামের মেম্বর মামুন সন্নামত (৪২)। মেট্রোপলিটন বন্দর থানা পুলিশ এখন জনপ্রতিনিধিকে খুঁজছে বলে জানা গেছে।
বন্দর থানা পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে একটি টিম টুমচরের বাসিন্দা শিরিনা বেগমের বাসা থেকে এক বস্তা সরকারি চাল উদ্ধার করে। এই ঘটনায় নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন যে, এই চাল স্থানীয় ৮ নং ওয়ার্ড মেম্বার মামুন সন্নামতের কাছ থেকে কিনেছেন।
স্থানীয়রা জানায়, জনপ্রতিনিধি সরকার চাল চুরি করে অনুরুপভাবে অনেকের কাছে বিক্রি করেছেন।
বন্দর থানা পুলিশের ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, বিষয়টি স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করছে। পরবর্তীতে উপজেলা প্রশাসন তাকে নির্দেশ দিয়েছে ব্যবস্থা গ্রহণ করতে।
ওসি জানান, চাল বিক্রির সাথে মামুন মেম্বরের সম্পৃক্তা পাওয়া গেছে। কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না, এমনকি তার মুঠোফোনও বন্ধ রয়েছে।
এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, বলেন ওসি।’





