আগামী সপ্তাহে চূড়ান্ত অনুমোদন পাচ্ছে বরিশাল সদর হাসপাতাল

আগামী সপ্তাহেই করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসাবে চূড়ান্ত অনুমোদন পাচ্ছে বরিশাল জেনারেল (সদর) হাসপাতাল। স্বাস্থ্য মন্ত্রনালয় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের হাসপাতাল শাখার যুগ্ম সচিব উম্মে সালমা তানজিলা। তিনি বলেন দাপ্তরিক ভুল যোগাযোগের জন্য সংশ্লিষ্ট চিঠি পেতে বিলম্ব হয়েছে।

তা না হলে চলতি সপ্তাহেই অনুমোদন হয়ে যেত। বরিশালে করোনা রোগীর চাপ সামলাতে ও স্বাভাবিক চিকিৎসা সেবা প্রদান করতে চলতি মাসের শুরুর দিকে সদর হাসপাতালকে শতভাগ করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসাবে অনুমোদন দিতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আবেদন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এর পরই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ সংক্রান্ত আবেদনে অনুমোদন দিয়ে পরবর্তী কার্যক্রমের জন্য স্বাস্থ্য মন্ত্রনালয়ে প্রেরন করেন।


জানা গেছে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসাবে অনুমোদিত হয়ে আসলে হাসপাতালের বহি.বিভাগ ছাড়া অন্যান্য চিকিৎসা সেবা বন্ধ রাখা হবে। ডায়রিয়াসহ অন্যান্য সকল রোগীদের শেবাচিম হাসপাতালে চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করা হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin