রাহাদ সুমন বানারীপাড়া প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বটতলা,দাইমুল্লা জামে মসজিদের ইমাম মাওলানা আঃ
হালিম হুজুর (৫০) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। ১৭ আগস্ট মঙ্গলবার বাদ মাগরিব তিনি গুঠিয়া বন্দরের অদূরে আওরঙ্গজেব টাওয়ারের পশ্চিম প্রান্তে বরিশাল- বানারীপাড়া সড়কের এক পাশ থেকে অপর পাশে পায়ে হেটে যাওয়ার সময় বরিশালের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল সজোরে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং তার কান দিয়ে রক্তক্ষরণ হয়। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহা বিদ্যালয় নিয়ে যাওয়ার পরে রাত ৯টায় তিনি মারা যান। এদিকে তার এ মর্মান্তিক মৃত্যুতে গুঠিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





