সাবেক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার): কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রামের ওমরগনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক নাছির উদ্দিন নোবেল (৩৫)কে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ১৭ আগস্ট (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়া থানার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীরা বলেছেন, নাছির উদ্দিন নোবেল ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। হয়ত সে কারণে তাকে হত্যা করা হয়েছে।

অনেকে বলেছেন, জমি বিরোধে তিনি খুন হয়েছেন। জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ব বড় ভেওলা বাজারের একটি চায়ের দোকানে বসে কথা বলছিলেন নাছির উদ্দিন নোবেল। এসময় প্রতিপক্ষ স্থানীয় এনামের নেতৃত্বে গুলি চালান। ঘটনাস্থলেই প্রাণ হারান নাছির উদ্দিন নোবেল।

এ সময় নোবেলের সঙ্গে থাকা আরো ৯ জন আহত হন। এ দিকে নিহত নাছির উদ্দিন নোবেলের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালে নেওয়া হয়েছে৷ এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের মো. জোবায়ের বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে নাছির উদ্দিন নোবেল একজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আরো ৯ জন আহত হয়েছেন। তিনি আরো জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িত হেলাল ও নাছির নামে দুইজনকে আটক করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin