চাল নিয়ে বিরোধ, ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

বরগুনায় চাল নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে নুরুল ইসলাম মুন্সী (৪৫) নামে এক কৃষক খুন হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার সেকান্দারখালী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল ইসলামের স্ত্রী রানী বেগমের কাছ থেকে গতবছর ১০ কেজি চাল ধার নেয় আলমগীর মুন্সির মা আলেয়া বেগম। ওই চাল গত এক বছর ধরে পরিশোধ করেননি আলেয়া। এ নিয়ে কথা কাটাকাটি হলে আলেয়ার ছেলে আলমগীর, নাতি সাগর মুন্সী ও জামাতা খলিল সিকদার ছুরি নিয়ে নুরুল ইসলামকে মারতে উদ্যত হয়। এ সময় নুরুলের ছোট ভাই হাসান মুন্সি আলমগীরকে বাধা দেন। কিন্তু সাগর মুন্সী দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে নুরুলের পেটে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুলকে মৃত ঘোষণা করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, পারিবারিক বিরোধের কারণে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িত আলমগীর মুন্সী ও তার মা আলেয়া বেগমকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin