বরিশালে শনাক্তের হার সর্বনিম্ন

সিটি নিউজ ডেস্ক ‍॥ বরিশাল মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সর্বশেষ নমুনা পরীক্ষায় সর্বনিম্ন শনাক্তের হারের রেকর্ড হয়েছে। গত মে মাসের পর এখন পর্যন্ত সর্বনিম্ন শনাক্তের হার শতকরা ৫.৩৯ ভাগ। মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, বিগত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৩ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে একজন  রোগীর মৃত্যু হয়েছে।

গতকাল সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৩৬ জন রোগী। এদিকে, শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে রবিবার রাতের সর্বশেষ রিপোর্টে ২০৪ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin