বরিশালে জামিন পেলেন বিএনপি নেতা মেজর (অব:) হাফিজ

সিটি নিউজ ডেস্ক ‍॥
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে জামিন দিয়েছে বরিশালের সাইবার ট্রাইবুনাল। বিচারক গোলাম ফারুক গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে জামিন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাফিজের আইনজীবী কাজী এনায়েত হোসেন। তিনি বলেন, ‘রাষ্ট্র ও আসামিপক্ষের বক্তব্য শুনে বয়স বিবেচনায় বিচারক তাকে জামিন দিয়েছেন।’ ভোলা জেলার লালমোহন থানায় ২০১৮ সালের ২৮ ডিসেম্বর হাফিজের নামে এই মামলা করেন বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল হক। আরও ছয়জনকে এই মামলার আসামি করা হয়। এজাহারে বলা হয়েছে, মামলার ২ নম্বর আসামি বাবুল হাওলাদারের সঙ্গে হাফিজের ফোনালাপ ফাঁস হয় সংবাদমাধ্যমে।

সেই কথপোকথনে জানা যায়, হাফিজ জাতীয় সংসদ নির্বাচন ভ-ুলের পরিকল্পনা করছিলেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা করেন ফরিদুল। মামলায় হাজিরা দিতে গিয়ে বিএনপি নেতা হাফিজ বলেন, ‘দেশে বিচার বিভাগের স্বাধীনতা না থাকায় বিএনপি মামলায় পর্যুদস্তু। সরকার ক্ষমতায় থেকে বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে।’ ‘ক্ষমতায় থাকার লিপ্সায় বর্তমান সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে শুধু বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেই নয় সাংবাদিকদের বিরুদ্ধেও ধারাবাহিকভাবে মিথ্যে মামলা দিচ্ছে।’

এ সময় ১১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলবের প্রসঙ্গও তুলে আনেন তিনি। বলেন, ‘ক্ষমতাসীন দল শত শত কোটি টাকা বিদেশে পাচার করছে। ফরিদপুরের এক ছাত্রনেতা ২ হাজার কোটি টাকা পাচার করল। অথচ তাদের হিসাব জানতে না  চেয়ে সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। ‘আওয়ামী লীগের নেতারা জাতীয় নির্বাচনের পর সম্পদের হিসাব দিতে চেয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত তারা তা দেয়নি। এতে পরিষ্কার হয়ে যায় তারা জনগণকে লুট করছে।’

Share on facebook
Share on twitter
Share on linkedin