সিটি নিউজ ডেস্ক ॥ গুরুতর অসুস্থ্য হয়ে রাজধানীর সিকেডি হাসপাতালের আইসিউতে ভর্তি বরিশাল প্রেসক্লাব’র কোশাধক্ষ্য মো: মোশাররফ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহধর্মীণি। এছাড়া গতকাল তার মেঝ ভাই এনায়েত হোসেন একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে লিখেছেন
“আমার বড় ভাই সাংবাদিক মোশাররফ হোসেন, শহীদ আবদুর রব সেরনিয়াবাদ বরিশাল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ঢাকার শ্যামলী CKD হসপিটালে লাইফ সাপোর্টে আছেন। সকলের কাছে জোর হাতে মিনতি যে যেখানে যে অবস্থায় আছেন আমার ভাইয়ের জন্য দোয়া করুন। আল্লাহ যেন তার জীবনটা আমাদের ভিক্ষা দান করেন। আমার ভাই কারো সাথে কোন রকম কোন অপরাধ করে থাকলে আমি আমার ভাইয়ের পক্ষ থেকে সকলের পায়ে হাত দিয়ে ক্ষমা চাচ্ছি।”

মোশাররফ হোসেন’র আশু রোগমুক্তি কামনা করেছেন বরিশাল সিটি নিউজের প্রকাশক সম্পাদক রেদওয়ান রানাসহ পরিবারবর্গ।





