সিটি নিউজ ডেস্ক ॥ বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও জেলা আওয়ামী লীগের কোষাদক্ষ ১০নং চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের পাঁচ বারের র্নিবাচিত চেয়ারম্যান একেএম আব্দুল আজিজ (মাস্টার) আর নেই। মঙ্গলবার রাত ৮ টা ১০ মিনিটে ঢাকার সোসাল ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
তিনি স্ত্রী , তিন ছেলে ও তিন মেয়ে সহ অসখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে চন্দ্রমোহন ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। তিনি চন্দ্রমোহন আর এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনে তিনি দির্ঘদিন সাধারন মানুষের পাশে থেকে কাজ করেছেন। তিনি ওই এলাকায় পাঁচবার চেয়ারম্যান নির্বাচিত হন। তার মৃত্যুর খবরে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু।





