উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে অক্সিজেন সরবরাহ সিস্টেম স্থাপন

সিটি নিউজ ডেস্ক:: বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ সিস্টেম স্থাপন করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার দুপুরে অক্সিজেন সরবরাহ সিস্টেম স্থাপনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শিকদার বাচ্চু।

এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা প্রণতি বিশ্বাস, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম জামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শওকত আলীসহ হাসাপাতালের চিকিৎসক ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শওকত আলী জানান, সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ সিস্টেম স্থাপন বাস্তবায়ন করেছে উপজেলা পরিষদ।

উদ্বোধন শেষে অতিথিরা হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজ খবর নেন ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin