ধর্ম মন্ত্রণালয়ের সভায় বরিশালের প্রতিনিধিত্ব করেন দুই ট্রাষ্টি ভানু লাল দে-লিটু দত্ত

সিটি নিউজ ডেস্ক :: আসন্ন দূর্গাপুজা উদযাপন সহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় নিয়ে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট ধর্ম বিষয়ক মন্ত্রনালয় ধর্ম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সচিবালয়ে আজ সোমবার সকাল ১১টায় নিম্নবর্ণিত আলোচ্য সুচির আলোকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ১০৫তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার সভাপতি ট্রাষ্টের চেয়ারম্যান ও প্রতিমন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মোঃ ফরিদুল হক খান,এমপি ও সকল ট্রাষ্টিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় গত ২৬ জানুয়ারী অনুষ্ঠিত ১০৪তম বোর্ড সভার কার্য বিবরণী দৃঢ়করণসহ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ২০২০-২১ অর্থ বছরের সংশোধিত বাজেট এবং ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। আসন্ন শারদীয় দুর্গাপুজা-২০২১ উদযাপন বিষয়ক আলোচনা করেন ধর্ম প্রতিমন্ত্রী।

বোর্ড সভায় বরিশালের প্রতিনিধিত্ব করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সদস্য ভানু লাল দে এবং পিরোজপুরের প্রতিনিধিতকরেন্ব হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের আরেক সদস্য সুরঞ্জিত দত্ত লিটু, এছাড়া সকল বিভাগের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সদস্যগন উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin