সিটি নিউজ ডেস্ক।। বরিশাল ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড (ট্যাপ) এর মোবাইল ব্যাংকিং এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৫ অক্টোবর) নগরীর বিউটি রোডে বিকালে ডিস্ট্রিবিউটর কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্যাপ’র রিজোনাল ম্যানেজার মোঃ মজিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স চৌধুরী স্টোর্স এর চেয়ারম্যন সাইফুল আলম মুন্না,অনুষ্ঠানে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ট্যাপ’র রিজোনাল ম্যানেজার মোঃ মজিবুর রহমান।সেসময় উপস্থিত ছিলেন টেরিটোরি ম্যানেজার মো. হাফিজুর রহমান খান সাজ্জাদ, মেসার্স চৌধুরী স্টোর্স এর চেয়ারম্যন সাইফুল আলম মুন্না’র সহধর্মিনী,
লঞ্চ মালিক ব্যাবসায়ী মো: স্বপন খান, জাহাঙ্গীর আলম, মানিক ব্যাপারী, বেল্লাল হোসেন, সাবেক ইউপি সদস্য আবুল বাশার সোহেল, ইউপি সচিব জাহিদুল আলম,টিবি লেপরোসি কন্টোল এ্যাসিসন্টেন্ড মোঃ জালাল উদ্দিন আকন, ইউডিসি তাওহিদুল ইসলাম প্রমুখ।
পরে দোয়া মোনাজাত ডরিচালনা করেন স্থানীয় পোর্ট রোর্ড জামে মসিজেদের ইমাম। বরিশাল ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড (ট্যাপ)এর মোবাইল ব্যাংকিং এর উদ্বোধনের মধ্য দিয়ে সধারণ মানুষের দোড় গোড়ায় আরও কাছে পৌছে গেছে বলে জানায় অতিথিবৃন্দ।





