সিটি নিউজ ডেস্ক:: বরিশাল এনআরবিসি ব্যাংক এর পক্ষ থেকে কোভিট-১৯ এ ক্ষতিগ্রস্থ সমাজের অসহায় ২ শতাধিক মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রী পানিসম্পদ মন্ত্রণালয়।
আজ ৭ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এনআরবিসি ব্যাংক এর সি এস আর তহবিল থেকে কোভিট-১৯ এ ক্ষতিগ্রস্থ সমাজের অসহায় ২ শতাধিক মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম-এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট শাখা ব্যবস্থাপক এনআরবিসি ব্যাংক, মহানগর আওয়ামীলীগ সাবেক সহ সভাপতি মীর আমিন উদ্দিন মোহনসহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম এমপি, এনআরবিসি ব্যাংক লিমিটেড‘র চেয়ারম্যান এস এম পারভেজ তমালের পৃষ্ঠপোষকতায় ২০০ জন করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ২ হাজার টাকা করে মোট ৪ লক্ষ টাকা বিতরণ করেন।





