সিটি নিউজ ডেস্ক:: শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮ টা ৫৫ মিনিটে নগরীর ইশ্বর বসু রোডের নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় দৈনিক আজকের বার্তার যুগ্ম বার্তা সম্পাদক ফিরোজ গাজী। মোশাররফ হোসেন দীর্ঘদিন কিডনিজনিত রোগে ভুগছিলেন। বেলা ১২ টায় সদর রোডে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানযা নামাজে অংশ গ্রহন করেন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ।পরে তার লাশ দেশের বাড়ি বাউফল নিয়ে ২য় জানায শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক এবং শোকাহত পরিবারের সমবেদনা জানিয়েছেন সিটি নিউজ পত্রিকার প্রকাশক রেদওয়ান রানাসহ পরিবারবর্গ।





