জেলা ও মহানগর বিএনপির সাংগঠনিক পূনর্গঠন প্রক্রিয়া তরান্বিত করতে মতবিনিময় সভা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বরিশাল বিভাগের জেলা ও মহানগর বিএনপির সাংগঠনিক পূর্ণগঠন প্রক্রিয়া ত্বরান্বিত করতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় টাউন হল সংলগ্ন দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ আকন কুদ্দুসুর রহমান, মাহাববুল হক নান্নু সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। ক্রমান্বয়ে এই সভা বরিশালের ৬ জেলা বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে করা হবে। এদিকে বিকেলে দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, সহ সাধারন সম্পাদক সৈয়দ আকবর ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ মাহামুদ সিকদার প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin