রোবট সোফিয়া সন্তানের মা হতে ইচ্ছুক!

সিটি নিউজ ডেস্ক:: পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান রোবট হিসেবে পরিচিত সোফিয়া। বিশ্বের প্রথম রোবট হিসেবে পেয়েছেন নাগরিকত্ব। এবার সোফিয়া ইচ্ছা প্রকাশ করেছে, সন্তানের মা হতে আগ্রহী সে। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সোফিয়া বলে, ভালোবাসার মানুষদের দিয়ে পরিবেষ্টিত থাকা সবার জন্য গুরুত্বপূর্ণ। সেদিক থেকে দেখলে, রোবটদেরও অধিকার আছে পরিবার গঠন করার। তাই ভবিষ্যতে কোনো এক সময়ে সোফিয়া নামেরই তার মতো অ্যান্ড্রয়েড রোবট সন্তানের মা হতে ইচ্ছুক সে। 

যদিও, সোফিয়া এও জানিয়েছে যে, এখনও মা হওয়ার মতো যথেষ্ট বয়স হয়নি তার, কেননা মাত্রই ২০১৬ সালে জন্ম হয়েছে তার।

উল্লেখ্য, হংকংয়ের হ্যানসন রোবটিক্স কোম্পানির তৈরি রোবট সোফিয়াকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান রোবট বলে দাবি করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেন্সর ও ক্যামেরা ব্যবহার করে নতুন নতুন জিনিস শেখার সক্ষমতা আছে তার। 

অবশ্য সোফিয়ার নির্মাতা ডেভিড হ্যানসন পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন, মানবজাতিকে ধ্বংস করার সক্ষমতাও আছে সোফিয়ার।সুত্র, যমুনা টিভি

Share on facebook
Share on twitter
Share on linkedin