বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু

সিটি নিউজ ডেস্ক ‍॥ দীর্ঘ আঠারো মাস পর খুলতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়গুলো। বরিশাল বিশ্ববিদ্যালয়েও শুরু হয়েছে সশরীরে ক্লাস৷

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসা শুরু করেন। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। এ সময় তিনি ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করেন।

শিক্ষার্থীদের সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মানতে নির্দেশ দেন উপাচার্য।

মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ তুমন বলেন, ‘দীর্ঘদিন পর ক্লাসে উপস্থিত হতে পেরে আমরা উচ্ছ্বসিত। অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে। তবে দীর্ঘ বন্ধে আমাদের চাকরির পরীক্ষা ও প্রস্তুতি পিছিয়ে গেছে ৷ সেশনজট কমিয়ে দ্রুত সেমিস্টার শেষ করার দাবি জানাচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাদেকুল আরেফিন বলেন, ‘শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। সকলকে দুই ডোজ টিকার আওতায় আনতে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে টিকাকেন্দ্র স্থাপন করা হবে।’

Share on facebook
Share on twitter
Share on linkedin