ববি’তে ‘খ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরিক্ষা সম্পন্ন

ববি প্রতিনিধি, মোঃ তারিকুল ইসলাম আরিফ আজ রবিবার বেলা ১২টা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শুরু হয়েছে গুচ্ছ সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তির অন্তর্ভুক্ত ২০ টি বিশ্ববিদ্যালয়ের কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষা উপলক্ষে সকাল থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির বিষয়ে জোর দেয়া হয়েছে। পুরো পরীক্ষাটি হয়েছে ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নে। পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে শূন্য দশমিক ২৫ নম্বর। তবে বিভাগ পরিবর্তনের জন্য আলাদা কোনো পরীক্ষা নেওয়া হবে না। সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো হলো-জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), বরিশাল বিশ্ববিদ্যালয় (বরিশাল), ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), খুলনা বিশ্ববিদ্যালয় (খুলনা), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (দিনাজপুর), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (টাঙ্গাইল), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোয়াখালী), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুমিল্লা), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যশোর), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)। এছাড়াও রয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবনা), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাঙ্গামাটি), রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (সিরাজগঞ্জ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (গাজীপুর), শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জামালপুর), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পটুয়াখালী)। বেলা পৌনে ১২ টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের বলেন, অভিভাবক ও শিক্ষার্থীদের কষ্ট লাঘবের ক্ষেত্রে আমি প্রথমেই দক্ষিণবঙ্গের পায়রা সেতু উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিষয়ে যে চাওয়াটা ছিলো সেটা আমরা পূরণ করার চেষ্টা করেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবাই আমাদেরকে ভর্তি পরীক্ষার বিষয়ে সহযোগিতা করেছেন। এবারের গুচ্ছ পদ্ধতির পরিক্ষাতে খ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষায় ৬ হাজার ১ শত ২৯ টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৬৭ হাজার ১ শত ১৭ জন। যেখানে আসন প্রতি লড়ছেন প্রায় ১১ জন। এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন ২ হাজার ২ শত ৯৪ জন।

Share on facebook
Share on twitter
Share on linkedin