প্রেস বিজ্ঞপ্তি ॥ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল মহানগরীর ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির সাংগঠনিক সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার দুইদিনের মাথায় ওই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। বরিশাল মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন স্বাক্ষরিত গতকাল গনমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগর এর এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক ২৬ নং ওয়ার্ডে সংঘটিত অনাকাঙ্খিত পরিস্থিতির সন্তোষজনক ব্যাখায় ভবিষ্যতে এরূপ দলীয় শৃঙ্খলা ভঙ্গ কিংবা সংগঠন বিরোধী কোন কর্মকান্ডে জড়িত হবে না মর্মে অঙ্গীকার করায় গত ২১ অক্টোবর তারিখের দেয়া সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।





