নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠির সন্ধ্যা নদীতে সাগর নন্দিনী-৩ নামে একটি তৈল বোঝাই জাহাজের পাম বিস্ফোরণে একজন নিহত ও ৯ জন আহত হয়েছে। এরা সবাই ওই জাহাজে কর্মরত ছিলেন। পন্যবাহী সাগর নন্দিনী-৩ জাহাজটি ডিজেল, অকটেন নিয়ে চিটাগাং থেকে ঝালকাঠির সন্ধ্যা নদীতে অবস্থান করছিল।
পাম নষ্ট হওয়ায় নষ্ট পাম্প সাড়াতে গিয়ে পাম্প লাগানোর একপর্যায়ে বিস্ফোরণ ঘটে। উপস্থিত ১৩ জন শ্রমিক মধ্যে ঘটনাস্থলে বাগেরহাটের কামরুল নামে একজন মারা যায়। বাকিরা আহত হয়। তাদেরকে আহতবস্থায় ঝালকাঠি হাসপাতালে হলে সেখান থেকে আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেলে রেফার করা হয়।
আগুনে পোড়া রোগীদের শেরে বাংলা মেডিকেলে পর্যাপ্ত সুচিকিৎসা না থাকায় তাদের ঢাকা রেফার করে। জাহাজের মালিকের নাম শেখ হাফিজুর রহমান আহতের সার্বি।ক খোজ খবর নিয়েছেন বলে জানায় একটি সুত্র। আহত মোঃ শহীদ তালুকদার জানায় সে সহ ৭থেকে ৮ জন পাম বিস্ফোরণে গুরুতর আহত হয়।
আহতদের চিকিৎসার জন্য বরিশালের পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন শেরেবাংলা মেডিকেলে উপস্থিত হয়ে আহতদের খোঁজখবর নেন।





