বরিশালের ১২ ইউপিতে নির্বাচিত হলেন যারা

সিটি নিউজ ডেস্ক ‍।। বরিশাল সদর উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৩টিতে আওয়ামীলীগ মনোনীত নৌকা এবং একটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী প্রার্থী জয়ী হয়েছেন। বরিশাল জেলা নির্বাচন কার্যালয়ের দায়িত্বশীল সুত্র বৃহস্পতিবার রাতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

বিজয়ীরা হলেন- রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আহমেদ শাহরিয়ার বাবু (নৌকা), চরকাউয়ায় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি (নৌকা), শায়েস্তাবাদে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরিফুজ্জামান মুন্না (নৌকা), চরমোনাইতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মো. জিয়াউল করীম (হাতপাখা), চাঁদপুরায় আওয়ামীলীগ থেকে বহিস্কৃত সদর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এইচএম জাহিদ হোসেন (আনারস) এবং চন্দ্রমোহনে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মাষ্টার (আনারস)। এছাড়া বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মৃর্ধা নির্বাচিত হয়েছে।

আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin