সিটি নিউজ ডেস্ক ॥ নগরীতে নিজ ঘরে সাবেক ব্যাংকার ও ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জগলুল মোর্শেদ প্রিন্স এর পিতা হত্যার ঘটনায় বাদল নামের আরও একজন গ্রেপ্তার করা হয়েছে বলে এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন জগলুল মোর্শেদ প্রিন্স !। তিনি ফেসবুকে লেখে
“আলহামদুলিল্লাহ। অামার বাাবার খুনি ডাকাত বাদল গ্রেফতার। ধন্যবাদ ডিবি ইন্সপেক্টার মোস্তাফিজ ভাইকে।বাদল হাং (৪৫) পিতা।মৃত্যু ফজলে করিম সাং নজিবপুর থানা মহিপুর, জেলা পটুয়াখালী। তাহার বিরুদ্ধে ০৪ টি ডাকাতি ও চুরি মামলা বর্তমানে বিচারাধীন অাছে।”






