বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না-জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার

স্টাফ রিপোর্টার ॥
গতকাল সকালে বরিশালের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, চেক বিতরন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাজান, টিটিসি অধ্যক্ষ গোলাম কবির প্রমুখ। প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া হবে। বঙ্গবন্ধু জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধু দেশের জন্য ১৪ বছর জেল খেটেছেন। ক্ষুদা মুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin