বরিশালে নারী উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা

সিটি নিউজ ডেস্ক ‍॥ ॥ বাণিজ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সারা বাংলাদেশে এখন যোগাযোগ ব্যবস্থা ভালো। পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের জীবন যাত্রা পাল্টে যাবে। গতকাল সকালে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বাংলাদেশ নারী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ব্যবসা উন্নয়ন সহজ অর্থায়ন এবং বাংলাদেশ ট্রেড পোর্টালের ভুমিকা শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকল্প সচিব মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, মহিলা বিষয় কর্মকর্তা দেলোয়ার আলম, আলহাস সাইদুর রহমান রিন্টু, বরিশাল উইমেন চেম্বার অব কর্মাস এর সভাপতি বিলকিস আহমেদ লিলি, মুনীর চৌধুরী, মাকসুদুল আলম, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ মিরাজুল ইসলাম, সেমিনারে সংগঠনের সদস্য তাসলিমা আক্তার শিমুল, নাজমা পারভীন শিমু, রেকসানা আইভী, রেবেয়া বেগম, মানসুরা খানম সহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin